এবার ফাঁসির অপেক্ষায় মীর কাসেম

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

সোমবার দুপুরে ২৪৪ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। রায়ের কপি আপিল বিভাগ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে পাঠানো হবে আজই।

অ্যাটর্ণি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, নিয়ম অনুযায়ী মীর কাসেম আলী রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউয়ের জন্য আপিল বিভাগে আবেদন করতে পারবেন।

এরপরও যদি ফাঁসির রায় বহাল থাকে, তবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিচার প্রভাবিত করতে মীর কাসেম আলী আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করা হয়েছিলো।

তাদের দেয়া ২৫ মিলিয়ন ডলারের নথিও রাষ্ট্রপক্ষ আদালতে জমা দিয়েছেন। রায়কে প্রভাবিত করার অপচেষ্টা করলেও মীর কাসেম আলী তা পারেননি।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ এর ৩০ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন মীর কাসেম। আপিল শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত চলতি বছরের ৮ মার্চ ফাঁসির দণ্ড বহাল রাখেন।