এবার প্রেমিককে সামনে আনলেন ইলিয়ানা

এবার প্রেমিককে সামনে আনলেন ইলিয়ানা

বেশ কিছুদিন ধরে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ আলোচনায় আছেন তার মা হওয়ার খবরে। কদিন আগে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন তার মা হওয়ার কথা। এদিকে ইলিয়ানার বিয়ের ছবি কখনও সামনে আসেনি। তাই কার সন্তানের মা হচ্ছেন তিনি, তা নিয়ে সবার মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন। এবার সব জল্পনার শেষে সামনে এল ইলিয়ানার প্রেমিকের ছবি। নেটদুনিয়ার সবাই এবার তবে চিনে নিতেই পারেন অভিনেত্রীর সন্তানের বাবাকে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইলিয়ানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একজন বিদেশী ছেলের পাশে বসে ইলিয়ানা। বিভিন্ন ভঙ্গীতে ছবি তুলেছেন নায়িকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ডেট নাইট। ছবিতে ইলিয়ানার প্রেমিকের পরনে কালো রঙের শার্ট। আর নায়িকা পরেছেন লাল পোশাক। ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক আর চুল খোলা। এই ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে।

এদিকে কদিন আগে ইলিয়ানা নিজের প্রেগনেন্সি জার্নির ছবি পোস্ট করেন এবং সঙ্গীর প্রশংসাও করেন। লেখেন, আমি ভাবিনি যে আমি এই অভিজ্ঞতার জন্য যথেষ্ট ভাগ্যবান হব। তাই আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনার ভিতরে বেড়ে ওঠা একটি জীবন অনুভব করাটা কতটা সুন্দর তা আমি বর্ণনা করা কঠিন। বেশিরভাগ দিন আমি আমার বাম্পের দিকে তাকিয়ে অনুভূত হয়ে যাই। আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করব।

তিনি আরও লেখেন, যে দিনগুলো আমি নিজের প্রতি সদয় হতে ভুলে যাই, এই সুন্দর মানুষটি সতর্ক হয়ে যাম। তিনি আমাকে ধরে রেখেছেন, যখন তিনি অনুভব করেন আমি ভাঙতে শুরু করেছি। আমার চোখের জল মুছে দেয়। আমাকে হাসায়। সে জানে কোন মুহূর্তে আমার কী প্রয়োজন। সব কিছু আর এত কঠিন মনে হয় না।

বিয়ের আগে মা হওয়ার সাহস দেখিয়ে সকলের নজর কেড়েছে নায়িকা। নিজেই নিজের গর্ভাবস্থার কথা জানিয়েছেন। একটি ছবি পোস্ট করে সে কথা জানিয়েছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছিল, মাম্মা লেখা একটি লকেট। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘তোমাকে দেখার অপেক্ষায় আছি আমার ছোট্ট সোনা।’এর পর থেকে তার ব্যক্তিগত জীবন রয়েছে খবরের শীর্ষে। সকলেই তার প্রেমিককে দেখার অপেক্ষায় ছিলেন। সে সাধ অবশেষে পূরণ হল।