আইপিএলের ১৩তম আসরে প্রথম জয় পেল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেসেখেলেই হারিয়ে দিলেন দীনেশ কার্তিকরা। আবুধাবিতে সানরাইজার্সের ছুঁড়ে দেয়া ১৪৩ রানের সহজ ল্য তাড়া করতে নেমে জ্বলে ওঠেন কেকেআরের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তার অপরাজিত ৭০ রানের অসাধারণ ইনিংসের ওপর দাঁড়িয়ে বড় জয় পেলো কলকাতা। ৬২ বলে খেলা শুভমানের এই ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি আর ২ ছক্কায়। শেষ পর্যন্ত ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে কেকেআর। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মানিশ পান্ডের ৫১, ওয়ার্নারের ৩৬ এবং ঋদ্ধিমান সাহার ৩০ রানের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সানরাইজার্স।