
এটিএন বাংলা ডেস্ক: স্কানথর্প ইউনাইটডকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। ঘরের মাঠে ২-০ গোলে জেতে গাস হিডিংকের চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে রোববার তৃতীয় রাউন্ডের লড়াইয়ে ১৩ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার দিয়াগো কস্তার গোলে এগিয়ে যায় চেলসি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই চমক দেখান ইংলিশ মিডফিল্ডার রুবেন লোফ্টাস-চিক। ৬৮ মিনিটে চিকের গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
পুরো ম্যাচে চেলসির কাছে পাত্তাই পায় নি ইংলিশ ফুটবলের তৃতীয় সারির দল স্কানথর্প। নতুন কোচ গাস হিডিংকের অধীনে চেলসির এটা দ্বিতীয় জয়।