
এটিএন বাংলা ডেস্ক:
বাংলাদেশী চলচ্চিত্র জগতে বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ‘পরীমনি’। মুক্তির আগেই অসংখ্য চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে চিত্রজগতে হৈ চৈ ফেলে দেয় এই নায়িকা। গত বছরের ২৭ ফেব্র“য়ারি মুক্তি পায় তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছায়াছবি ‘ভালোবাসা সীমাহীন’। চলচ্চিত্রটি তৈরি হয় নোমান কথাচিত্রের ব্যানারে। এ ছবিতে পরীমনির সাথে আরো অভিনয় করেন জায়েদ খান, আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, মিজু আহমেদ প্রমুখ। রোমান্টিক ধাঁচের এ ছবিটি পরিচালনা করেছেন শাহ আলম মন্ডল।
‘ভালোবাসা সীমাহীন’ ছবির গান লিখেছেন মুন্সী ওয়াদুদ ও সুদীপ কুমার দীপ। গানের সুর ও সংগীত করেছেন আলী আকরাম শুভ ও আহমেদ সাগির। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, মনির খান, এস আই টুটুল, ন্যান্সি, নির্ঝর, খেয়া, রূপম ও রমা। ছবিটি এটিএন বাংলায় আজ (০৮ ডিসেম্বর) প্রচার হবে বেলা ৩টা ১০মিনিটে।