এটিএন বাংলায় ‘কঠিন চীবর দানোৎসব’

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২৫ নভেম্বর) বেলা ৩টা ১৫মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে বৌদ্ধ ধর্মালম্বীদের সর্বশ্রেষ্ঠ দানোৎসব ‘কঠিন চীবর দান’। অনুষ্ঠানটি সবুজবাগস্থ বৌদ্ধ মহাবিহার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই ত্রৈ মাসিক বর্ষাবাস এর পরে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রবারণা পূর্ণিমার পরেরদিন থেকে কঠিন চীবরদানোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে প্রতিটি বৌদ্ধ বিহারে । এই দানোৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ হলো ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সেই সুতা থেকে কাপর তৈরি করে ভিক্ষুদের দান করা হয়ে থাকে যা এই ভিক্ষুরা সারাবছর পরিধান করেন।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে অনুষ্ঠেয় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আবদুস সাত্তার।