এটিএন বাংলায় আজকের (০৯ আগস্ট) ছায়াছবি ‘দেহরক্ষী’

এটিএন বাংলা ডেস্ক:

অভিনয়েঃ মারুফ, ববি, আনিসুর রহমান মিলন, কাজী হায়াৎ, শিমুল খান, প্রবীর মিত্র, শিমা শানু প্রমুখ।

সোহানা একজন বার ড্যান্সার। বার থেকে যে টাকা পায় তাই দিয়ে সোহানা তার বাবার চিকিৎসার খরচ ও সংসার চালায়। বার ড্যান্সার হলেও সোহানার স্বপ্ন অনেক বড় গায়িকা হওয়া। সোহানাকে একদিন নাচতে দেখে পছন্দ করে ফেলে অন্ধকার জগতের মানুষ আসলাম। কিন্তু সোহানা কোনোভাবেই তাকে পছন্দ করে না। আসলামও নাছোড়বান্দা। একের পর এক চেষ্টা চালাতে থাকে তাকে পাওয়ার জন্য। আসলামের ভয় সে যদি দেশের বাইরে যায় হয়তো তখন প্রতিদ্বন্দ্বী গড ফাদার সিজার সোহানাকে তুলে নিয়ে যেতে পারে। এই আশঙ্কায় আসলাম একজন সাহসী, বিশ্বস্ত ও লড়াকু দেহরক্ষী খোজ করে। অবশেষে পেয়ে যায় দেহরক্ষী তীব্রকে। শুরু হয় নতুন কাহিনী।