একই কায়দায় পাবনায় হিন্দু আশ্রম সেববককে হত্যা

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যার মিল দেখছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোর ৬ টার দিকে পাবনা মানসিক হাসপাতালের মূল ফটকের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিত্যরঞ্জন পান্ডে ভোরে  হাঁটতে বের হয়েছিলেন। এ সময় সেবাশ্রমের পাশের হেমায়েতপুর মানসিক হাসপাতাল এলাকায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যার পরই পাবনা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কিনা এ ব্যাপারে তারা কোন মন্তব্য করেননি।

আশ্রম থেকে জানা গেছে, নিত্যরঞ্জনের বাড়ি গোপালগেঞ্জ। তিনি প্রায় ৪০ বছর ধরে এ আশ্রমে সেবায়েত হিসেবে কাজ করে আসছিলেন।

এ হত্যার ঘটনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেবাশ্রমে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলার হিন্দু সম্প্রদায়ের নেতারাও।