
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বাতিল করা হলো এবারের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসির রেজাল্ট তৈরি করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। যারা এইচএসসিতে গত বছর অকৃতকার্য ছিলো, তাদের ফলাফলও একই পদ্ধতিতে দেয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম শুরু হতে পারে।