
নিজস্ব প্রতিবেদক:
দেশের উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন আহবান জানান তিনি।
অনুষ্ঠানস্থলে পৌছে বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের অগ্রগতি তুলেধরনে।
এসময় তিনি বলেন, বহির্বিশ্বে এখন বাংলাদেশ সম্পর্কে ধারনা অনেক বদলে গেছে। দেশের উন্নয়ন এখন সকলের নজর কেড়েছে।
দেশের এই অগ্রগতি ধরে রাখতে সবারেই একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।