উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়তে থাকায় ডুবে গেছে নতুন নতুন এলাকা। দেখা দিয়েছে নদী ভাঙন। এছাড়া তে-খামার ও মাছের ঘের নষ্ট হয়ে গেছে। নাটোরেও আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদ সীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সিংড়া, নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার প্রায় ২৭শ’ হেক্টর জমির আমন ধান, সবজি ও ডালের তে তলিয়ে গেছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এভাবে পানি বাড়তে থাকলে তির পরিমাণ আরো বাড়বে। এদিকে সামান্য কমতে শুরু করেছে সিরাজগঞ্জের নদ-নদীর পানি। তবে এতে দুর্ভোগ কমেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে ৪৪৭ মিলিমিটারের রেকর্ড বৃষ্টিতে রংপুর শহরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতো ভারী বৃষ্টি রংপুরে ৭০ বছরের রেকর্ড ভেঙ্গেছে।