
এটিএন বাংলা ডেস্ক:
মোবাইলে কথা বলেই নোলক নামের একজন সাধারণ মেয়ের প্রেমে পড়ে যান সুপারস্টার শাকিব খান। অবশেষে প্রেমের চরম পরীক্ষা দিয়ে বাস্তবে একে অপরের দেখা পান তারা। প্রবীণ অভিনেতা সোহেল রানাকে অভিভাবক করে নোলকদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান শাকিব খান। কিন্তু সিনেমা জগতের মানুষদের সম্পর্কে খারাপ ধারণা থাকায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন নোলকের বাবা। শুরু হয় দুটি অবুঝ মনের ভালোবাসার মধ্যে কষ্টের চরম দ্বন্দ্ব। শাকিব কি পারবে নোলককে তার জীবনসাথী করতে ? এমন কাহিনী নিয়ে তৈরি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আরো ভালবাসবো তোমায়’। ছবিটি ১৪ আগস্ট ২০১৫ তারিখে মুক্তি পায়। এ ছায়াছবিটি এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন বেলা ৩টা ১০মিনিটে প্রচার হবে। এস এ হক অলিক পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমনি, সোহেল রানা, চম্পা, সাদেক বাচ্চু প্রমুখ।