ঈদের নাটক ‘জলছবি’

এটিএন বাংলা ডেস্ক:

প্রচার- ঈদের ৭মদিন, রাত ১০টা ৪৫মিনিট
রচনা ও পরিচালনা- অঞ্জন আইচ

এবারই প্রথম দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা প্রচার করবে ৮দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানমালা। এ অনুষ্ঠানমালায় ঈদের সপ্তম দিন, রাত ১০টা ৪৫মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘জলছবি’।

‘প্রত্যেকটি নারীর স্বপ্ন থাকে স্বামী-সংসারের। কিন্তু বিয়ের পর সেই স্বামী যখন স্ত্রীকে বিক্রি করে দেয়, তখন মেয়েটি বিপদে পড়ে যায়। আমাদের সমাজে অনেক মেয়েই এমন বিপদের শিকার হচ্ছে। এমন গল্পই তৈরি হয়েছে ঈদের নাটক ‘জলছবি’।

অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। পরিবারহীন জরী নামের মেয়েটি আশ্রয় নেয় তার দূরসম্পর্কের মামার বাড়িতে। মামা বয়সে বৃদ্ধ হলেও নিজেকে তরুণ মনে করে। একসময় ভাগ্নিকে উক্ত্যক্ত করতে থাকে সে। বিষয়টি পরিবারের সবাই জেনে যাওয়ায় এক লোকের সঙ্গে বিয়ে দেয় জরীকে। শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার নাম করে জরীকে বিক্রি করে দেয় তার স্বামী। সময়ের সঙ্গে হাতবদল হতে হতে সে তার বিপদ বুঝতে পারে। তারপর হয়ে ওঠে প্রতিবাদী নারী। এই জরী চরিত্রটি রূপায়ণ করেছেন রুনা খান। রুনা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ।

জলছবি নাটকটি প্রচার হবে ঈদের ৭ম দিন রাত ১০.৪৫ মিনিটে এটিএন বাংলায়।