ঈদের টেলিফিল্ম ‘তোমাকে আর পাই না’

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলার ঈদের ৫ম দিন রাত ১১.৫০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘তোমাকে আর পাই না’। ফারিয়া হোসেন এর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শেখ রুনা। অভিনয় করেছেন নীলয়, শখ, মানব বন্দোপাধ্যায় প্রমুখ।

হঠাৎ করেই ৪/৫ বছর পর দেখা হয়ে যায় সজীব ও সোমার। সজীব এখন অনেক বড় ব্যবসায়ী, গাড়ী বাড়ীর মালিক। সোমা অবাক হয়ে যায়, এতো তাড়াতাড়ি সজীব এত কিছু কিভাবে অর্জন করলো। অথচ কয়েক বছর আগেও সোমার সাধে তার বিয়ে হয়নি কারণ বি.এ পাশ সজীবের কোন চাকরীও ছিল না। সোমার বাবা বড় বিদ্বান মানুষ। তিনি সোমার সাথে সজীবের বিয়ে দিতে রাজি হননি। ঘটনাচক্রে তারা আলাদা হয়ে যায়। এতো বছর সজীব শুধু বিরাট ধনীই হয়নি, একটা সুন্দরী মেয়ের সাথে তার এনগেজনেন্ট হয়েছে। অন্যদিকে সোমা জানায় একজন ব্যাংক ম্যানেজারের সাথে তার বিয়ে হয়েছে। সুখে আছে, ভালো আছে। কিন্তু ঘটনাক্রমে জানা যায় সোমা আসলে বিয়ে করেনি। সেই সময় সে বাবার বিরুদ্ধে যায়নি ঠিক কিন্তু সে সজীবকে ভুলতেও পারেনি। এখনও সে অপেক্ষা করে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। সে সজীবের কাছে ছুটে যায় এটা বলার জন্য যে, এখনও ও সজীবকে ভালোবাসে। কিন্তু সোমা মুখোমুখি হয় চরম সত্যের। সে ঐ বাড়ীর মালিক না, বরং ড্রাইভার কাম কেয়ারটেকার। সোমা তাকে আর কোন সত্য বলে না। কারণ এত বড় মিথ্যার সাথে সত্যকে মেশানো যায় না।