
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলার ঈদের ৬ষ্ঠ দিন রাত ১১.৫০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘তুমি থাকো আমার না থাকা জুড়ে’। শফিকুর রহমান শান্তনুর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন অপূর্ব, নেহা, অন্তু করিম, আলিফ, সৈয়দ শুভ্র প্রমুখ।
তিথি ও অনি স্বামী-স্ত্রী। একদিন অফিসে যাওয়ার পথে তাদের গাড়ীর সামনে এসে পড়ে শুভ। ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় শুভ। তিথি ও অনি তাকে গাড়ীতে তুলে ক্লিনিকে নিয়ে যায়। মাথায় আঘাগ পেয়েছে বলে ডাক্তার ২৪ ঘন্টার আগে কিছু বলতে পারে না। জ্ঞান ফেরার পর দেখা যায় শুভ সাময়িক স্মৃতিভ্রষ্ট। তিথি তাকে বাসায় নিতে চাইলে বিরক্ত হয় অনি। কিন্তু তিথির জেদের কারণে বাধ্য হয়। এরপর অনিদের বাসায় ঘটতে থাকে মজার এবং তিক্ত অভিজ্ঞতা। অনির জামা কাপর শুভকে পরতে দেয় তিথি। এ নিয়ে রেগে যায় অনি। খেতে বসেও ঝামেলা। শুভ মাছ বেছে খেতে পারেনা বলে তিথি তার মাছ বেছে দেয়। তিথি শুভ’র কারণে অফিস থেকেও ছুটি নেয়। এক পর্যায়ে অনি বিষয়টি তার পুলিশ বন্ধুর সাথে শেয়ার করে। বন্ধু তাকে থানায় নিয়ে যেতে বললে রেগে যায় তিথি। এক পর্যায়ে তারা ঠিক করে খবরের কাগজে বিজ্ঞপ্তি দেবে। এই নিয়ে তিথি আর অনির মাঝে ঝগড়ার এক পর্যায়ে তিথি বাসা থেকে রাগ করে বেরিয়ে যায়। ভেঙ্গে পড়ে অনি। তখন দেখা যায় শুভ হাসছে। চমকে তাকায় অনি। শুরু হয় রহস্য।