ঈদের ছুটি কাটিয়ে আজও কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ

ঈদের ছুটি কাটিয়ে আজও কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ
ঈদে ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীতে ফিরছে মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে সোমবার (৩ জুলাই) রাতে রওনা হয়ে আজ মঙ্গলবার (৪ জুলাই) সকালে ঢাকায় পৌঁছেছেন যাত্রীরা। 

ভোর থেকে বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনগুলো কমলাপুর স্টেশনে ঢুককে শুরু করে।

রেল সংশ্লিষ্টরা জানান, এখন পর্যন্ত যারা ফিরেছেন তাদের অধিকাংশ কর্মজীবী। কেউ সরকারি আবার কেউ বেসরকারি চাকরি করেন। তবে যাত্রীদের ভিড় তেমন একটা দেখা যায়নি। অর্থাৎ ট্রেনে উপচেয়ে পড়া ভিড় বলতে যা বুঝায় সেটি হয়নি।

সুস্থিরভাবে ফিরতে পেরে যাত্রীরা বেশ খুশি।

বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।