
এটিএন বাংলা ডেস্ক:
ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশের পতাকা। বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাঙ্গালী জাতির জন্য গৌরবের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর। এটিএন বাংলা মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।
এরই অংশ হিসেবে মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে শিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’। অনুষ্ঠানে রয়েছে শিল্পী ইভা রহমানের গাওয়া বিভিন্ন সময়ের দেশাত্ববোধক গানসমুহ।
গানগুলো হলো- হাজার নদীর মিলনমেলায়, বাবা যুদ্ধে গেছেন, ধান শালিকের দেশে ইত্যাদি। দেশের মনোরম সব লোকেশনে চিত্রায়িত গানগুলো দেশাত্ববোধকে জাগ্রত করবে।