ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মনের কাছে তুমি’

প্রচার- ঈদের দিন, রাত ১০টা ৪০মিনিট

৮ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ঈদের দিন, রাত ১০টা ৪০মিনিটে প্রচার হবে শিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মনের কাছে তুমি’। ইভা রহমানের পুরানো ৮টি অ্যালবাম এর ১৫টি গান নিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। অনুষ্ঠানের গানগুলো হলো মন থেকে দূরে নয় অ্যালবামের ‘কাচের চুড়ি হাতে’ ও ‘এই চোখে রাখো যদি’, মন চায় শুধু তোমাকে অ্যালবামের ‘এই তুমি কি সেই’ ও ‘ঝিকিমিকি ঝিকিমিকি করে’, মনের যে কথা অ্যালবামের ‘ কিযে ভালো লাগে তোমাকে’ ও ‘তুমি আছো তাই আমি আছি’, মন সাগড়ে ভাসি অ্যালবামের ‘তুমি পাড়ও বটে’, মন মানেনা অ্যালবামের ‘টিপ টিপ বৃষ্টি যে পড়ছে’, মনের মতো তুমি অ্যালবামের ‘চলার পথে যেতে যেতে’ ও ‘ ঝড়ো বৃষ্টি ঝড়ো তুমি ’, মন মানেনা অ্যালবামের ‘মন মানে না’, মন ভেসে যায় অ্যালবামের ‘রিনি ঝিনি হাতের কাকন’ ও ‘ এই তুমি শোননা’, মন ছুঁয়ে যায় অ্যালবামের ‘ আজ তুমি কাছে আসো যদি’ এবং মন থেকে দূরে নয় অ্যালবামের ‘বিষন্ন প্রহরে’ গান।
উল্লেখ্য শিল্পী ইভা রহমানের গাওয়া গান নিয়ে ইতোমধ্যে ২৪টি একক অ্যালবাম বাজারে এসেছে। দেশের বরেণ্য সব সুরকার ও সঙ্গীত পরিচালক এসব অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন। এসব অ্যালবামের জনপ্রিয় সব গান নিয়েই এই অনুষ্ঠান ‘মনের কাছে তুমি’। গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে।