
ইন্দোনেশিয়ায় গভীর সমুদ্রে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে দেশটির বালি সাগরের উত্তরে এবং লোম্বক উপদ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের সময়ে স্থানীয় বাসিন্দারা বাসা থেকে বের হয়ে এসেছিলেন। এ ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল ২০৩ কিলোমিটার দূরে মাতারামের উত্তরাঞ্চল এবং এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫১৬ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে এর ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে বালি ও লোম্বকের উপকূলে এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময়ে ৬ দশমিক ১ এবং ৬ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।
বালির মারকিউর হোটেলের ম্যানেজার রয়টার্সকে বলেন, ভূমকিম্পের সময়ে তাদের হোটেলের গেস্টরা সবাই বাইরে বের হয়ে আসেন। তবে পরে তারা আবার হোটেলে ফিরে যান। ভূমিকম্পের কারণে হোটেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনবিপি জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি বলেন, ভূপৃষ্ঠের খুব গভীরে এ ভূমিকম্প হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।