‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট ২০১৭’

এটিএন বাংলা ডেস্ক:

নির্বাচনকালীন সরকার পদ্ধতি কী হবে তা নিয়ে এটিএন বাংলায় আজ (১৭ ফেব্র“য়ারি) থেকে প্রচার শুরু হচ্ছে সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট ২০১৭’। দেশের ৩২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রতিযোগিতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাউথইস্ট ইউনিভার্সিটি। উদ্বোধনী বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আকবর আলী খাঁন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর চেয়ারম্যান জনাব এম এ সবুর। বিতর্ক প্রতিযোগিতায় মক স্পিকারের দায়িত্ব পালন করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ, চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসি।

বিতর্ক প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশগ্রহন করেন শাকিল আহমেদ, সানজিদা আক্তার শম্পা, মুশফিকুর মুজাহিদ, মোঃ মাহিদুল ইসলাম এবং মোঃ সাবিক তাহমিদ। সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে অংশগ্রহন করেন মোঃতানভির নিয়াজ, তানিয়া সুলতানা, মোঃ নাভিদ আনজুম, মোঃ কাউসার আহম্মেদ এবং মাশকুরা খান। সেলিম দৌলা খানের প্রযোজনায় ইউসিবি পাবলিক পার্লামেন্ট প্রচার হবে আজ (১৭ ফেব্র“য়ারি) বেলা ১১টা ১০মিনিটে এটিএন বাংলায়।