
ক্রেমলিনের ওপর ড্রোন হামলার পরে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির কর্মকর্তা ও গণমাধ্যমগুলো জানিয়েছে। এরপর শহরগুলোতে বিমান সতর্কতা জারি করা হয়েছে। খবর আল-জাজিরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মে) ভোরের দিকে কিয়েভ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া এবং ওডেসা বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।বিস্ফোরণের পরে ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক, মাইকোলাইভ এবং খেরসনসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলেও বিমান সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, ক্রেমলিনের ওপর ড্রোন হামলা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ইউক্রেনের প্রচেষ্টার ‘প্রতিশোধ’ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। ড্রোন হামলাকে ‘ইউক্রেনের সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, এই হামলার চেষ্টার জন্য জবাব দেবে রাশিয়া।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ড্রোন হামলায় তার দেশের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করি না। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম ও শহর রক্ষা করছি।