
অনলাইন ডেস্ক:
ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয় পেলেও শেষ প্রীতি ম্যাচে ৮ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশের সাংসদের।
ব্যাংক অব ইংল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান করে বাংলাদেশ সংসদ সদস্য ক্রিকেট দল। জবাবে মাত্র ২ উইকেট হারিয়েই ১৬৯ রান করে ইংল্যান্ড সংসদ দল।
এর আগের দুই ম্যাচে বাংলাদেশ সংসদ সদ্যস্য দলের সেরা দুই তারকা সোহেল তাজ এবং জাহিদ আহসান রাসেল এ ম্যাচে মাঠে নামেননি। এদিকে ইংল্যান্ড দলে মাত্র ৩ জন এমপি মাঠে নামেন। বাকি ৮ জন পেশাদার ক্রিকেটার।