‘আ. লীগ সিন্ডিকেটই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে’

নিজস্ব প্রতিবেদক:

জঙ্গী দমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুসরন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া ক্ষুব্ধ মানুষের প্রতিক্রিয়া ভিন্ন খাতে নিতেই খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিটের হিড়িক লেগেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার রমজানের প্রথম দিনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আওয়ামী লীগের সিন্ডিকেটই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে।

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকান্ডে সরকারের সমালোচনা করেন তিনি। জঙ্গীবাদ প্রসঙ্গে সরকারের উদাসীনতার অভিযোগ এনে তিনি বলেন, জঙ্গীদমন তৎপরতা না দেখিয়ে বিরাধীদলের ওপর দায় চাপানো হচ্ছে।

তদন্তের আগেই বিরোধীদলকে দায়ি করা হয়। সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, দেশে প্রতি ঘণ্টায় একটি করে প্রাণ ঝরছে।