
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ৭ জনের যাবজ্জীবনএবং ১৩ জনকে খালাস দেয়া হয়েছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ৭ মে টঙ্গীতে এক সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে। পরদিন নিহতের ভাই ১৭ জনকে আসামী করে মামলা করেন।
২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তদের আপিল ওপর শুনানি শুরু হয় চলতি বছর ২১ জানুয়ারি।
দণ্ডিতদের মধ্যে ইতোমধ্যে দুজন মারা গেছেন। ১৭ আসামি কারাগারে ও বাকি নয় আসামি বর্তমানে পলাতক।