
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ক্রিস্টেন স্টুয়ার্ট-রবার্ট প্যাটিনসন অভিনীত ‘টোয়ালাইট’। মুক্তির পর পরই বিশ্বব্যাপী জনপ্রিয়তা কুড়িয়ে নেয় স্টেফেনি ম্যায়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত ভ্যাম্পায়ার-রোমান্সধর্মী এ সিনেমা। পরের বছরই প্রেক্ষাগৃহে আসে সিক্যুয়েল, একে একে টোয়ালাইটের মোট চারটি কিস্তি মুক্তি পায়। এবার নির্মাণ হচ্ছে দর্শক নন্দিত চলচ্চিত্রটির টেলিভিশন সিরিজ। খবর দ্য হলিউড রিপোর্টারের।
জানা গেছে, টিভি সিরিজটির চিত্রনাট্য করছেন ‘টেল মি লাইজ’, ‘দ্য ওয়াকিং ডেড: ওয়ার্ল্ড বিইয়্যন্ড’খ্যাত সিনেড ডেলি। সূত্র বলছে, প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের সঙ্গে তিনি সিরিজটিতে নির্দিষ্টভাবে কী উঠে আসছে কিংবা এটি ম্যায়ারের উপন্যাসের পুনর্নির্মাণ হবে কি না—সে বিষয়ে আলাপ-আলোচনা করছেন।
এর আগে এ সিনেমার প্রযোজনায় ছিলেন টেম্পল হিল; কিন্তু টোয়ালাইট টিভি সিরিজের প্রযোজনায় কারা যুক্ত থাকছেন তা এখনো চূড়ান্ত নয়। বিষয়টি জানা যাবে এ বছরের সেপ্টেম্বরে।
টোয়ালাইট সিরিজের অনবদ্য তারকা ক্রিস্টেট স্টুয়ার্ট। ধারণা করা হচ্ছে সিরিজেও থাকছেন তিনি। গত জানুয়ারিতে এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘হ্যাঁ, নেটফ্লিক্সে এটি (টোয়ালাইট) দেখে খানিকটা বিস্মিত হয়েছিলাম। অবিশ্বাস্য! চলচ্চিত্রটি এ সময় থেকে খুব বেশি আলাদা নয়।’
অসম প্রেমের গল্প বলে ‘টোয়ালাইট’, যেখানে একজন অন্যজন ভ্যাম্পায়ার—এডওয়ার্ড! মানুষের শত্রু ভ্যাম্পায়ার, আবার ভ্যাম্পায়ারের শত্রু মানুষ। অন্যদিকে রয়েছে নেকড়েমানব, যারা ভ্যাম্পায়ারদের বিনাশ করার অগ্নিশপথ নেয়। মূলত মানুষ, ভ্যাম্পায়ার ও নেকড়েমানবের ত্রিমুখী টানাপোড়েনে বেলা-এডওয়ার্ডের প্রেম কাহিনি ফুটে ওঠে এতে।
জানা যায়, সিরিজটি যেন সিনেমা থেকেও দুর্দান্ত কিছু হয়, এমনটাই পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। পরিচালক হিসেবেও যুক্ত থাকছেন আগের পাঁচটি সিনেমার নির্মাতা ক্যাথরিন হার্ডউইক।