আসছে ‘গজনি’র সিক্যুয়েল

আসছে ‘গজনি’র সিক্যুয়েল

বলিউড তারকা আমির খানের সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। মুক্তির পর বয়কট ট্রেন্ডে পড়ে ক্ষতির মুখে পড়ে সিনেমাটি। এরপর থেকেই বিরতিতে অভিনেতা।

তবে শোনা যাচ্ছে, ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘গজনি’ সিনেমাটির সিক্যুয়েল আসতে যাচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, সিনেমাটির সিকুয়েল নির্মাণের কথা ভাবছেন আমির খান। চলছে এ বিষয়ক আলোচনা। এরমধ্যেই সিক্যুয়েল নিয়ে আলোচনা করতে বেশ কয়েকবার হায়দরাবাদে গিয়েছেন আমির। গত সপ্তাহে তেলেগু সিনেমার প্রযোজক আল্লু অরবিন্দের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন আমির খান। ‘গজনি’তে আমিরের চরিত্রের ওপর ভিত্তি করে আগামী কয়েক মাসের মধ্যেই একটি চিত্রনাট্য তৈরি করা হবে। সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গেই চলছে এ কাজ।

তবে শুধু ‘গজনি’র সিক্যুয়েলই নয়, আরও কয়েকটি কাজ নিয়ে তাদের দুজনের মধ্যে আলাপ হয়েছে। দুজনই একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এছাড়াও ‘পিকু’ সিনেমার প্রযোজক স্নেহা রজনী ও দক্ষিণি পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে দুটি কাজের ব্যাপারে কথা চলছে আমিরের।