আর্জেন্টিনায় বাস খাদে পড়ে ৪১ পুলিশ নিহত

এটিএন বাংলা ডেস্ক: আর্জেন্টিনা উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে কমপক্ষে ৪১ পুলিশ। আহত হয়েছে আরও কয়েকজন।

সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে, রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে দেড় হাজার কিলোমিটার দূরে, সালতা প্রদেশের রোজারিও দেল ফুয়েন্তে শহরের পাশে, এক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একটি সেতু পার হওয়ার সময়, সড়ক থেকে প্রায় ১৫ মিটার নিচের গিরিখাতে বাসটি পড়ে যায়। এতে বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরে উদ্ধারকারী দলরে সদস্যরা বাসের ভেতর থেকে কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন, সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।