
বলা হচ্ছিল এবারের ঈদে ভালো সিনেমা নিয়ে সুস্থ প্রতিযোগিতা চলবে। একে অপরের বিরুদ্ধে কথার আক্রমণ হবে না। কিন্তু শেষ পর্যন্ত কি সুস্থ থাকছে? যদিও সরাসরি কেউ কোনো ছবির পরিচালক বা নায়িক-নায়িকা নিয়ে মন্তব্য করেনি।
তবে ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক যেমন চলছে, তেমনি তা গড়াচ্ছে নোংরা কাদা ছোঁড়াছুঁড়িতেও। এর মধ্যে আবার দুটি সিনেমার টিম থেকেই উঠলো বিপরীতমুখী অভিযোগ। এই পরিস্থিতে সোমবার বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। সিনেমার পাইরেসি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যই তারা একত্র হন। সেখানেই প্রাসঙ্গিকভাবে অন্যান্য বিষয় উঠে আসে।একদিকে প্রথম সিনেমা, আরেকদিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী; এসব কারণে চাপ অনুভব করেছেন কিনা, এমন প্রশ্ন করা হয় নিশোকে। জবাবে তিনি বলেন, ‘চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কিসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি।
এর মধ্যেই এক গণমাধ্যমকর্মী বললেন, ‘বয়সটা বলে দিলেন!’ তখন এলো নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি। সেটা এরকম, ‘বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে, আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না।’
তবে মন্তব্যটিকে নিশো সামলে নেন এভাবে, ‘এসব ধারণা অনেক আগে ছিল যে, তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখাসাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’
‘সুড়ঙ্গ’ টিমের অভিযোগ, তাদের সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য অনলাইনে ফাঁস করে দেওয়া হচ্ছে। এর মধ্যে ষড়ন্ত্রের গন্ধও পাচ্ছেন তারা। পাইরেসি বা ফাঁস হয়ে যাওয়ার এই বিষয়ে আফরান নিশো বলেছেন, ‘যদি কোনও সিনেমার ক্লিপ ভাইরাল হয়, তখন তো সবারই দায়িত্ববোধ থেকে সেটার বিরুদ্ধে কথা বলা উচিত। কিন্তু সেই দায়িত্ববোধ কই? যখন কোনও দৃশ্য এরকম ফাঁস হয়ে যায়, তখন সংশ্লিষ্টরা বেশি ব্যথিত হন। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে সবারই প্রতিবাদ করা উচিত। চোর যখন অপরাধ করে, তখন ভাবে যে কখনও ধরা পড়বে না। যারাই এসব করছেন, বুঝে অথবা না বুঝে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে বের করা যাবে। কখনও সময় বেশি লাগে, কখনও কম, এটুকুই।’
‘সুড়ঙ্গ’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। ঈদের দিন থেকে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।