
সদ্যই লিডস ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় এসেছেন ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার রাফিনহা। এরই মধ্যে আজ ইন্টার মিয়ামির বিপক্ষে কাতালান জার্সিতে অভিষেক হয়ে গেছে তার।
আলাদাভাবে নজর কাড়তেও সক্ষম হয়েছেন। নিজে স্কোর করার পাশাপাশি করিয়েছেন আরও একটি গোল। তাইতো ম্যাচ শেষে তার কন্ঠে উচ্ছ্বাস।
রাফিনহা বলেন, ‘প্রথম গোল (বার্সার জার্সিতে) করতে পেরে আমি খুবই খুশি। একটি ভালো ম্যাচ ছিল। আমি চেষ্টা করেছি ভালো করার। আমি খুবই খুশি এবং আশা করছি এটা চলমান থাকবে।’
আগামী ২৩ জুলাই লাস ভেগাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই। মৌসুমের প্রথম এল ক্লাসিকো সামনে রেখে দুই দলেরই ব্যাপক প্রস্তুতি চলছে। এবারই প্রথম এল ক্লাসিকো খেলার অপেক্ষায় রাফিনহা। তার আগে নিজেদেরই ফেবারিট দাবি করেছেন তিনি।
ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলেন, ‘একজন ফুটবলার যে কারো বিপক্ষেই গোল করার চেষ্টা করে। কিন্তু এটা যদি ডার্বি হয়, অথবা বেশি কিছু। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়। তবে আমি মনে করি, আমরা রিয়াল মাদ্রিদ থেকেও ভালো দল।’