‘আমরা বিজয়ী জাতি, কারও কাছে হার মানি না’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বিজয়ী জাতি। আমরা কারও কাছে হার মানি না। আমরা বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে চলব। রোববার সকালে কুর্মিটোলা বিএএফ ঘাঁটিতে বিমান বাহিনীতে প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সংযোজন অনুষ্ঠানে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলে প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এসময় বলেন, নানা অর্থনৈতিক প্রতিকূলতা থাকলেও বিমান বাহিনীর আধুনিকায়নে সরকার কখনো কার্পণ্য করেনি। তিনি ভবিষ্যতেও বিমানবাহিনীর আধুনিকায়নে তার সরকার কাজ করবে বলে জানান।

তিনি বলেন, চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বিমান বাহিনী গড়তে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, নতুন এসব প্রশিক্ষণ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতা আরও বাড়িয়ে দেবে।