আবারও সিলেটের নাটকীয় হার

বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচে সিলেট সুপারস্টার্সকে ৬ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের দেয়া ১১০ রানের টার্গেটে খেলতে নেমে ১০৩ রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের সূচনাটা ভালো করতে পারে নি রংপুর রাইডার্স। দলীয় ২৩ রানেই রংপুরের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য ও সিমন্স আউট হয়।

এরপর দ্রুতই ফিরে যান মোহাম্মদ মিথুন ও জহিরুল ইসলাম। পঞ্চম উইকেটে পেরেরাকে নিয়ে ২৬ রানের ছোট্ট জুটি গড়েন সাকিব। কিন্তু শেষ দিকে সিলেটের বোলারদের বিপক্ষে আর কোন প্রতিরোধ গড়তে পারে নি রংপুরের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন সাকিব।

এদিকে ছোট এ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার জস কবের উইকেট হারায় সিলেট। দলীয় ৩১ রানে আরেক ওপেনার মুনাভিরার আউট হন।

এছাড়া মুমিনুল করেন ২৯ রান। শেষ দিকে সিলেটের অধিনায়ক মুশফিক কিছুটা প্রতিরোধ গড়লেও শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছেন। রংপুরের পক্ষে সাকিব নেন ৪ উইকেট।

এর আগে প্রথম দুই ম্যাচেই জয়ের খুব কাছে যেয়ে হার মানতে হয় মুশফিকের দলকে।