
এটিএন বাংলা ডেস্ক:
রোববার আইপিএলে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আবারও সাকিবের কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। অপর ম্যাচে রাত সাড়ে ৮টায় দিল্লি ডেয়ারডেভিলস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে।
১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদ। শেষ চারে খেলা অনেকটাই নিশ্চিত ডেভিড ওয়ার্নারের দলের। অবশ্য সবশেষ দিল্লির কাছে হেরে কিছুটা ব্যাকফুটে তারা। হায়দরাবাদের অন্যতম তারকা মুস্তাফিজ আছেন ফর্মে। এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন তার ঝুলিতে। এই ম্যাচেও সবার দৃষ্টি থাকবে তার দিকে।
অন্যদিকে- ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কলকাতা। সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে গৌতম গাম্ভীরের দলকে। কলকাতার সাকিব আল হাসানের দিকেও আলাদা দৃষ্টি থাকবে সবার।
আইপিএলে এবারের আসরে এটা দ্বিতীয়বারের মত মুখোমুখি হওয়া সাকিব-মুস্তাফিজের। প্রথম দেখায় অবশ্য মুস্তাফিজের হায়দ্রাবাদ পাত্তাই পায়নি সাকিবের কোলকাতার কাছে। এবারে কি তাহেল প্রতিশোধ?