
এটিএন বাংলা ডেস্ক:
আফগানিস্তানের গজনি প্রদেশে যাত্রীবাহী দুটি বাস ও জ্বালানিবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষে মারা গেছে কমপক্ষে ৫২ জন। আহত হয়েছে আরও ৭৩ জন।
প্রাদেশিক গভর্নর আগাওয়াল জাওয়াদ সালাঙ্গি জানিয়েছেন, রোববার সকালে প্রদেশের মুকুর জেলায় যাত্রীবাহী দুটি বাস ও জ্বালানিবাহী ট্যাংকারের এই সংঘর্ষ হয়। এতে বাস দুটি আগুনে পুড়লে হতাহতের ঘটনা ঘটে।
দুটি বাসে সব মিলিয়ে ১২৫ জন যাত্রী ছিলো। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের উদ্ধারে দমকল বাহিনীর সঙ্গে স্থানীয়রাও অংশ নেয়।
প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মাদুল্লাহ আহমাদী জানান, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে চালকের বেপরোয়া চালানোকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।