আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের হোয়োইটওয়াশ

এটিএন বাংলা ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হোয়োইটওয়াশ হলো জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৮১ রানে হারিয়েছে আফগানরা।

শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। ক্রিজের অন্যপ্রান্তে ঠিক সেইভাবে কেউ দাড়াতে পারেন নি।

কিন্তু শাহজাদের অপরাজিত ১১৮ রানের অসাধারণ ইনিংসে স্কোরবোর্ডে ৬ উইকেটে ২১৫ রান তোলে আফগানিস্তান। বড় রানের জবাবে, আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরিতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে।

শেষ পর্যন্ত ১৩৪ রানে গুটিয়ে যায় তারা। হ্যামিলটন মাসাকাদজা ৬৩ ও পিটার মুর করেন ৩৫ রান। আফগানদের পক্ষে ২টি করে উইকেট নেন দৌলত জর্ডান, হামিদ হামজা ও সায়েদ শিরজাদ।