
বিসিবি সভাপতি পাপন নিশ্চিত করলেন লিটনই থাকছেন আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচটির অধিনায়ক। আজ (২৬ মে) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বোর্ডের শীর্ষ এই কর্তা বলেন, ‘সাকিব ইনজুরিতে থাকাতে সহ-অধিনায়ক যে আছে, সে-ই অধিনায়ক হবে। মানে লিটন দাস সহ-অধিনায়ক আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কিভাবে বলব।’
আগামী ১৪ জুন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচটি। শুরুতে লিটনের অধিনায়কের দায়িত্ব নিতে না চাওয়ার কারণ হিসেবে জানা যায়, বাড়তি দায়িত্ব তার ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে। তাই অধিনায়কের ভার নিতে চাচ্ছিলেন না তিনি। যে কারণে অধিনায়ক হিসেবে ধারণা করা হচ্ছিল নাজমুল হোসেন শান্ত কিংবা মেহেদী হাসান মিরাজের কথা।
বিশ্বকাপ দলের বিষয়ে আফগান সিরিজেই অনেকটা ধারণা পাওয়া যাবে বলে মনে করেন পাপন, ‘আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। বুঝব যে আচ্ছা ঠিক আছে, একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায় তাহলে ভিন্ন কথা। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।’