
আগামী জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল সূচিতে দুদলের মধ্যকার দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ছিল। তবে কড়া সূচির কারণে একটি টেস্ট বাতিল করতে হয়েছে। জানিয়েছে ক্রিকবাজ।
এ নিয়ে সংবাদ মাধ্যমে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দলের সূচি অনেক টাইট।
আর এ বছরের শেষে ভারতের অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে সাদা বলের ক্রিকেটে বেশি নজর দিতে চায় দল।