আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও এটিএন বাংলার পর্দায় রয়েছে দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানমালা। বিশেষ দিবসের আয়োজনে রয়েছে নাটক, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিসহ আন্যান্য আয়োজন। আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের অনুষ্ঠানমালায় একুশে ফেব্র“য়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান বিটিভি’র সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হবে। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে প্রভাতী অনুষ্ঠান ‘তাজা চায়ের চুমুকে’ এর বিশেষ পর্ব। ইমতু ও ফাইজার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক। সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্ব। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নন্দিনী ইসলাম। অনুষ্ঠানে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু। ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মায়ের ভাষা’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। ১০.৩০ মিনিটে প্রচারিত হবে শহীদুল ইসলাম খোকন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বাংলা’ চলচ্চিত্রটিতে অভিনয় কলেছেন মাহফুজ আহমেদ ও শাবনূর। দুপুর ৩.১০ মিনিটে প্রচারিত হবে গোলাম সোহরাব দোদুল পরিচালিত নাটক ‘একুশের কৃষ্ণচুড়া। বিকাল ৪.২০ মিনিটে প্রচারিত হবে বইমেলা নিয়ে অনুষ্ঠান ‘একুশের বইমেলা’। পরিচালনায় সেলিম দৌলা খান। কাজলী আহমেদের পরিচালনায় ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্ণমালা’ প্রচারিত হবে বিকাল ৫.২০ মিনিটে। সন্ধ্যা ৬.১৫ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘আমি কি ভুলিতে পারি’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। রাত ৮টায় প্রচার হবে ভাষা দিবসের ‘চেতনায় একুশে’। অনষ্ঠানটি পরিচালনা করেছেন তাশিক আহমেদ। লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় বিশেষ নাটক ‘সাইনবোর্ড’ প্রচার হবে রাত ৮টা ৪৫ মিনিটে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন হাসান ইমাম, সোনিয়া, ইরফান সাজ্জাদ। ফয়সাল মাহমুদের পরিচালনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বর্ণমালার গান’ প্রচারিত হবে রাত ১১টায়।