আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘অগ্রদূত’

প্রচার- ১ অক্টোবর, দুপুর ১টা ১৫মিনিট, পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী।

১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘অগ্রদূত’। অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে জীবনের কৈশর, যৌবনের স্বর্ণালী দিনগুলো কাটানো প্রবীণদের বর্তমান অবস্থা। জীবনের সুখ- দুঃখ চাওয়া পাওয়া। প্রবীণত্ব যে অভিজ্ঞতার ঝুলি, আর সেই ঝুলি থেকে কিভাবে নতুনরা অনুপ্রেরণা, শিক্ষা, অভিজ্ঞতা ইত্যাদি গ্রহন করে জীবনকে এগিয়ে নিতে পারে সেসব কথা সহ নানাবিধ দিক।
অনুষ্ঠানে আরও তুলে ধরা হবে প্রবীণদের শরীর, মন সতেজ রাখবার টিপস এবং পরামর্শ ইত্যাদি। আমজাদ কবীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ১লা অক্টোবর, দুপুর ১টা ১৫মিনিট।