আদালত অবমাননার আইন করা হবে: আইনমন্ত্রী

শিগগিরই আদালত অবমাননার আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলয়নায়তনে ল রিপোর্টার্স ফোরামের কর্মশালায় তিনি বলেন, আদালতের সংবাদে ভুল হলে গণমাধ্যম কিংবা সংবাদকর্মীদের আদালত অবমাননার সম্ভাবনা থাকে।
আদালত অবমাননা আইন, ২০১৩ এর কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন দুই আইনজীবী।
পরে আইনটি অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। আইনমন্ত্রী বলেন: ১৯২০ সালে আদালত অবমাননার যে আইনটি করা হয়েছিল, বর্তমানে গণমাধ্যমের ব্যাপক প্রসারের ফলে তা অনেকটাই পুরোনো হয়ে পড়েছে।
তাই আদালত অবমাননার একটি আইন থাকা উচিত বলে মনে করেন আইনমন্ত্রী।