
ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে আজ বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে গুজরাটের কুচ, সৌরাষ্ট্র এবং পার্শ্ববর্তী পাকিস্তান উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি।
আইএমডির বরাতে এনডিটিভি জানায়, বর্তমানে ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাট উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ক্যাটাগরিত-৩ এ পরিণত ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়’-এর প্রভাবে উপকূলে ১২০-১৩০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে।
এছাড়া উপকূলের কাছাকাছি পৌঁছালে ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটের পোরবন্দর, রাজকোট, মোরবি, জুনাগড় এবং সৌরাষ্ট্র ও উত্তর গুজরাট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে এ ঘূর্ণিঝড় মোকাবিলায় ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) আঠারোটি দল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) ১২টি, রাজ্য সড়ক ও অবকাঠামো বিভাগের ১১৫টি দল এবং রাজ্য বিদ্যুৎ বিভাগের ৩৯৭টি দল উপকূলীয় জেলায় মোতায়েন করা হয়েছে।
‘বিপর্যয়ে’র জেরে গুজরাটের উপকূল এলাকায় বাতিল করা হয়েছে অনেক ট্রেন চলাচল। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পশ্চিম রেলওয়ে জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৭৬টি ট্রেন বাতিল করা হয়েছে।
তবে এ ঘূর্ণিঝড়টি পাকিস্তানে সরাসরি কোনো আঘাত হানবে না। এরপরও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ৬৬ হাজার মানুষকে। ঘূর্ণিঝড়ের কারণে সব ধরনের ছোট বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং আজ থেকে বেসামরিক বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী শেরি রহমান।