আজ সকালের গানে ফকির শাহাবুদ্দিন

এটিএন বাংলা ডেস্ক:

সঙ্গীত প্রিয় মানুষের জন্য এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা ২০মিনিটে প্রচার হয় প্রভাতী সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। বিভিন্ন ধরনের দর্শক-শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে অনুষ্ঠানটিতে একেকদিন একেক ধরণের গান উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে থাকে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, আধুনিক গান এবং উচ্চাঙ্গ সঙ্গীত। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানটিতে নতুন প্রতিশ্রতিশীল শিল্পীরা অংশগ্রহন করে থাকেন। উপস্থাপকের সঙ্গে আলাপচারিতার ফাঁকে শিল্পীরা তাদের জনপ্রিয় ও পছন্দের গানগুলো পরিবেশন করেন।

অনুষ্ঠানটিতে আজকের (০৮ নভেম্বর) পর্বে মহাজনী গান নিয়ে হাজির হবেন শিল্পী ফকির শাহাবুদ্দিন। তার কন্ঠে শোনা যাবে হাসন রাজার- আগুন জ্বালাইয়া, লালন ফকিরের- শুনলে কথা ভালোলাগে, দুরবীন শাহ’র- তুই যদি হইতি এবং শাহ আবদুল করিমের- মন মজালে ওরে বাওলা গান। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।