আজ সকালের গানে চির তরুণ খুরশীদ আলম

এটিএন বাংলা ডেস্ক: বয়স ৭০ পার হলেও এখনও চির তরুণ তিনি। মাগো মা ওগো মা, চঞ্চল দুনয়নে, আজকে না হয় ভালোবাসো, ও দুটি নয়নে স্বপন চয়নে, চুমকি চলেছ একা পথেসহ অসংখ্য কালজয়ী গানের শিল্পী মোহাম্মদ খুরশীদ আলম।

বাংলাদেশের সঙ্গীত জগতে জাদুকরি কন্ঠের অধিকারী যিনি সঙ্গীতের জাদু দিয়ে মুগ্ধ করছেন দর্শকদের হৃদয়। চির অম্লান সুর আর চির অমলিন কন্ঠের বিচ্ছুরণ ঘটিয়ে দর্শক হৃদয়ে বসে আছেন বহুদিন ধরে।

তাঁরই সুরের মুগ্ধতায় ভরিয়ে দিতে এটিএন বাংলায় আজ (২৫ অক্টোবর) সকাল ৮টা ২০মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।