আজ বেবী নাজনীনের জন্মদিন

 

 

 

নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। তবে আজকের এই বিশেষ দিনটি নিয়ে থাকছে না কোনো জমকালো আয়োজন। করোনার এই দুঃসময়ে ঘটা করে জন্মদিন পালনের পক্ষে নন বলেই তার এ সিদ্ধান্ত। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বেবী নাজনীন। ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়জন ও ভক্তদের ভালোবাসা-শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি কাটাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনার কারণে বদলে গেছে পৃথিবীর চেহারা। কখনও এমন কিছু হতে পারে, কল্পনাও করিনি। বিশেষ প্রয়োজন ছাড়া এখন ঘরের বাইরে যাই না। ছেলে মহারাজ অনলাইনে পড়াশোনা করে। আমার সময় কাটে নিউজ দেখে, রান্না আর সবার মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে।

এরই ফাঁকে যতটা পারি আপনজন ও পরিচিত মানুষদের খোঁজ-খবর নিই।’ তিনি আরও বলেন, দেশে ফেরার জন্য প্রায়ই মন কাঁদে। পরিচিত অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের কথা মনে পড়লে ভীষণ কষ্ট পাই। তাই আজকের এই দিনে সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া- বিশ্ববাসী যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা থেকে শিগগিরই যেন মুক্তি পায়। করোনার জন্য দীর্ঘদিন ঘরবন্দি থাকলেও স্বাস্থ্যবিধি মেনে বেশ কিছু সংগীতায়োজনে অংশ নিয়েছেন ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের হ্যারি চ্যাপিন মঞ্চে পারফর্ম করবেন তিনি। এ ছাড়াও শিগগিরই নতুন গানের আয়োজন শুরু করবেন বলে জানান।