আজ প্রচার হবে ‘বাবিসাস অ্যাওয়ার্ড-২০১৫’

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলায় আজ (০২ জুন) রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি আয়োজিত ‘ধ্র“ব মিউজিক ষ্টেশন বাবিসাস অ্যাওয়ার্ড-২০১৫’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান। এবারের বাবিসাস অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে তিন গুণী শিল্পী সংগীতশিল্পী আপেল মাহমুদ, সংগীতশিল্পী বারী সিদ্দিকী ও জনপ্রিয় কমেডি অভিনেতা টেলিসামাদকে। এছাড়া মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় একসময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ কে। অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী তারকা শিল্পী-কুশলীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক (এমপি), ধ্র“ব মিউজিক ষ্টেশনের সত্তাধীকারী ধ্র“ব গুহ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

BABISAS 2015 2

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন পরীমনি-সায়মন, সোহেল, তানজিন তিশা, ইভান সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পী বারী সিদ্দিকী, পুজা, রবী চৌধুরী, ঐশি প্রমুখ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।