
ফ্রেঞ্চ লিগে দুই ম্যাচ বাকি থাকতে লাসের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে শীর্ষ আছে পিএসজি। গোল ব্যবধানেও বেশ এগিয়ে তারা। সেই হিসেবে লিগ শিরোপাটা জিতেই গেছে পিএসজি। তবে আজ সেটি কাগজে-কলমে নিশ্চিত করতে প্যারিসের দলটির দরকার মাত্র ১ পয়েন্ট।
আজ ত্রাসবুর্গের বিপক্ষে ড্র করলেও শিরোপা উৎসব করবেন কিলিয়ান এমবাপ্পে-মেসিরা।
পিএসজির লিগ শিরোপা নিশ্চিতই। কারণ শেষ দুই রাউন্ডে যদি পিএসজি হারে এবং লাস তাদের নিজেদের দুই ম্যাচ জেতে তবু লাভ হবে না। কেননা ফ্রেঞ্চ লিগে পয়েন্ট সমান হলে দেখা হয় গোল ব্যবধান। সেখানে লাসের চেয়ে ১৬ গোলে এগিয়ে পিএসজি।
আজকের ম্যাচটিকে যদি পিএসজিতে মেসির শেষ অ্যাওয়ে ম্যাচ ধরা হয়, ভুল হবে না হয়তো। এই মৌসুম শেষে পিএসজিতে চুক্তি শেষ হচ্ছে মেসির। ইউরোপীয় গণমাধ্যমে খবর মৌসুম শেষে পিএসজি ছাড়বেন মেসি। সেটি হলে লিগে আজ পিএসজির হয়ে শেষ অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। মৌসুমে প্যারিসের দলটির শেষ লিগ ম্যাচ ৩ জুন ঘরের মাঠে ক্লেরমো ফুতের বিপক্ষে।
পিএসজি লিগে গেল ডিসেম্বরে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছিল ত্রাসবুর্গকে। গত মৌসুমে ত্রাসবুর্গের মাঠে ৩-৩ গোলে ড্র হয়েছিল ম্যাচ।