
বিনোদন ডেস্কঃ এটিএন বাংলায় আজ (২৩ নভেম্বর) থেকে সম্প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘স্বপ্নের ছায়া’। নাটকটি প্রতি সোমবার রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে।
ইসহাক খানের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন। শফিকুল ইসলাম রিপন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মীম, মীর সাব্বির, প্রাণ রায়, বন্যা মির্জা, আখম হাসান, রহমত আলী, সোলায়মান খোকা, মাসুম আজিজ, সুষার খান, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।