আঘাত হেনেছে ঘুর্ণিঝড় রোয়ানু

এটিএন বাংলা ডেস্ক:

ভোলা ও সন্দ্বীপ উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রোয়ানু। এটি ক্রমশ এগিয়ে মেঘনার মোহনা হয়ে ফেনী, নোয়াখালী, হাতিয়ায় আঘাত হেনে সন্ধ্যার পর দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার দুপুর নাগাদ রোয়ানু ভোলা এবং সন্দ্বীপের কাছাকাছি এলাকা অতিক্রম শুরু করে। তবে এর প্রভাবে সকাল থেকেই ভোলা, বরগুনা, পটুয়াখালী, হাতিয়াসহ উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

ঘুর্ণিঝড়টি দুর্বল না হওয়া পর্যন্ত ঊপকূলে ৪ থেকে ৫ ফুট পর্যন্ত জলোচ্ছাস এবং ঘুর্ণি বাতাস থাকবে। সন্ধ্যার পর জলোচ্ছাস কমে গেলেও আগামী ২৪ ঘন্টা এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঘুর্ণিঝড়ের কারনে এখনও চট্টগ্রাম, মংলা বন্দরসহ ঊপকূলীয় এলকায় ৭ নম্বর এবং কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বন্ধ রয়েছে সব রকম নৌ-যান চলাচল।