আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা চলছে

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে সভা শুরু হয়।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে প্রায় সাড়ে তিন হাজার নেতা, সংসদ সদস্য ও জনপ্রতিনিধি অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বর্ধিত সভায় শেখ হাসিনা নেতাদের কথা শুনবেন। একই সঙ্গে ষড়যন্ত্র মোকাবিলা ও আগামী নির্বাচন উপলক্ষ্যে ভোট প্রস্তুতির চূড়ান্ত বার্তা দেবেন বলে জানা গেছে।এছাড়া সারা দেশের নেতাকর্মীদের নির্বাচনি গাইডলাইন, দলের পদবঞ্চিত-ত্যাগী অভিমানীদের রাগ নিবারণ এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সারা দেশে রাজনীতির মাঠে সক্রিয় থাকারও নির্দেশনা দেওয়া হবে।