ব্যাটিং-বোলিংয়ে দারুণ নৈপুণ্যে দেখিয়ে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়ে চলতি আইপিএলে দ্বিতীয় জয় পেলো কোলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ে, টসে হেরে ব্যাট করে শুভমান গিলের ৩৪ বলে ৪৭ রানের পর ইয়ন মর্গানের ২৩ বলে অপরাজিত ৩৪ রানে ৬ উইকেটে ১৭৪ রান তোলে কোলকাতা। জবাবে, মাত্র ৩০ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্টিভ স্মিথের রাজস্থান। শেষ পর্যন্ত কেকেআরের বোলারদের দাপটে, ৯ উইকেট হারানো রাজস্থানের ইনিংস থামে ১৩৪ রানে। দলের পে সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থাকেন টম কুরান। এতে তিন ম্যাচে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কোলকাতা নাইট রাইডার্স।