আইওএম-এর সহযোগিতায় দেশে ফিরলেন লিবিয়ায় হত্যাযজ্ঞে বেঁচে যাওয়া বাংলাদেশীরা।

লিবিয়ার মিজদাহ শহরের হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া বাংলাদেশীরা দেশে ফিরেছেন। শনিবার ভোর পর্যন্ত মোট ১৬৪ জন অভিবাসীকে ফেরত এনেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম। ইমার্জেন্সি ট্রাস্ট ফান্ড ফর আফ্রিকা-ইইউটিএফ’ এর সহযোগিতায় চাটার্ড বিমানে তাদের ঢাকায় আনা হয়। গত মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন প্রাণ হারান। ওই ঘটনায় ১১ জন বাংলাদেশী গুলিবিদ্ধ ও মারাত্বক আহত হন। তাদের নিরাপত্তা ও চিকিৎসাতেও সহায়তা দেয় আইওএম। লিবিয়া থেকে ফেরা বাংলাদেশীদের মধ্যে ৩৯ জন অসুস্থ ছিলেন। ঢাকায় তাদের চিকিৎসা করা হচ্ছে।